মনোনয়নপত্র জমা দিলেন জামায়া‌ত সে‌ক্রেটারী মিয়া গোলাম প‌রওয়ার

মনোনয়নপত্র জমা দিলেন জামায়া‌ত সে‌ক্রেটারী মিয়া গোলাম প‌রওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ম‌নোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি খুলনা জেলা রিটার্নিং অফিসার আ. স. ম. জাম‌শেদ খোন্দকা‌রের হ‌াতে মনোনয়নপত্র তু‌লে দেন।

মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসন থেকে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করেছেন। আসন্ন নির্বাচনে অংশ নেবো। মানুষ এখন পরিবর্তন চায়। পরিবর্তনকে সামনে রেখেই আমরা কাজ করবো।

এরপর ম‌নোনয়নপত্র জমা দেন খুলনা-৬ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দ্রীয় কর্মপ‌রিষদ ও খুলনা অঞ্চল সহকারী প‌রিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তারপর মনোনয়নপত্র জমা দেন খুলনা-২ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দীয় মজ‌লিস সুরার সদস্য ও মহানগরীর জামায়া‌তের সেক্রেটারী জেনা‌রেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল।

বেলা ১১টা ২০ মিনিটের দিকে খুলনা-১ (দাকোপবটিয়াঘাটা) আসনের প্রার্থী ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী মনোনয়ন পত্র জমা দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151961