হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ অবরোধ

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ২টার দিকে শাহবাগ মোড়ের ‘জুলাই স্তম্ভের’ নিচে জমায়েত হন ইনকিলাব মঞ্চের কর্মীরা। ২টা ২০ মিনিটের দিকে তারা মূল সড়কে অবস্থান নেন। এসময় বিক্ষোভকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা জানান, গত শুক্রবার বিকেল থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে চার দফা দাবি জানিয়ে ওই দিনের অবরোধ কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে উত্থাপন করা দাবিগুলো হলো : ১. খুনি চক্রের (পরিকল্পনাকারী ও আশ্রয়দাতাসহ) বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা। ২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা। ৩. ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে আন্তর্জাতিক আদালতে মামলা করা। ৪. সিভিল ও মিলিটারি ইনটেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151913