ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুনে নিহত ১৬

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুনে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন দগ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ৩১ মিনিটে ওয়ের্ধা দামাই নামের ওই বৃদ্ধনিবাসে আগুন লাগার খবর পান দমকলকর্মীরা। 

মানাদো শহরের অগ্নি ও উদ্ধার সংস্থার প্রধান জিমি রোটিনসুলু এএফপিকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই ঘটনায় ১৬ জন মারা গেছেন এবং তিনজন দগ্ধ হয়েছেন। নিহতদের অনেকের মরদেহ তাদের নিজ নিজ কক্ষের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। সন্ধ্যার সময় আগুন লাগার মুহূর্তে বৃদ্ধ বাসিন্দাদের অনেকেই নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন-এমন ধারণা তার। ঘটনার পর কর্তৃপক্ষ ১২ জনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। তারা কেউই আহত হননি এবং সবাইকে স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান রোটিনসুলু।

স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিতে প্রচারিত ফুটেজে দেখা যায়, আগুনে পুরো বৃদ্ধাশ্রম জ্বলছে এবং স্থানীয় বাসিন্দারা এক বৃদ্ধকে উদ্ধার করতে সহায়তা করছেন। এই অগ্নিকাণ্ড ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক প্রাণঘাতী আগুনের ঘটনাগুলোর সর্বশেষ উদাহরণ। ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত দেশটিতে এর আগেও একাধিক বড় অগ্নিকাণ্ড ঘটেছে। চলতি মাসের শুরুতে রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে আগুন লেগে অন্তত ২২ জন নিহত হন। এর আগে, ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছিল। সূত্র : আল জাজিরা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151904