খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে পুত্রবধূ ডা. জুবাইদা
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন ডা. জুবাইদা রহমান। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। পরে এক ঘণ্টার মতো সময় সেখানে অবস্থান করে বেলা ১১টার পর তিনি সেখান থেকে বের হয়ে যান।
চিকিৎসারত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন, শনিবার দিবাগত রাতে এ কথা জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। পরে দেশবাসীর কাছে তার আরোগ্য কামনায় দোয়া চান জাহিদ হোসেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151897