বগুড়ার শেরপুরে দুই কৃষকের খড়ের পালায় আগুন

বগুড়ার শেরপুরে দুই কৃষকের খড়ের পালায় আগুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পৃথক দুটি স্থানে কৃষকের খড়ের পালায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুরে ও খামারকান্দি ইউনিয়নের জয়নগর এলাকায় এই আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে দুই কৃষকের প্রায় ৩৭ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে গেছে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাঠপাড়া রানীরহাট মোড় এলাকার আমির হোসেনের ছেলে কৃষক মাকেজ আলীর খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিলে তা পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী কৃষক মাকেজ আলী বলেন, রাত ১২টার দিকে তারা ঘুমিয়ে পড়েন, ভোর ৫টার দিকে প্রতিবেশীদের চিৎকার শুনে জেগে উঠে দেখেন তার ১২ বিঘা জমির খড়ের পালায় দাউ দাউ করে আগুন জ্বলছে। ৫টি গরুর জন্য এই খড় রেখেছিলেন যা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।

তার স্ত্রী তানিয়া আক্তার বলেন, আমরা এনজিও থেকে কিস্তির টাকা তুলে গরু ও খড় কিনেছিলাম। এখন খড়গুলো পুড়ে গেল, আমরা গরু পালবো কী করে, আর কিস্তিই বা দেব কীভাবে? এই ঘটনায় তাদের ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

অপরদিকে, একই রাত ৮টার দিকে জয়নগর নতুন পাড়া এলাকায় রফিকুল ইসলাম নামের এক কৃষকের খড়ের পালায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। রফিকুল ইসলাম বলেন, কে বা কারা তার ২৫ বিঘা জমির খড়ের পালায় আগুন দিয়েছে। এতে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, আমরা কৃষক মানুষ, এই দেড় লক্ষ টাকা ক্ষতি মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়া। অনেক কষ্ট করে এই খড় সংগ্রহ করেছিলাম। এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, জয়নগর এলাকার আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে মির্জাপুর এলাকার কোন খবর পায়নি।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151880