বগুড়ায় ইবতেদায়ী, জুনিয়র ও দাখিল বৃত্তি পরীক্ষায় শুরু, প্রথম দিন ৪৯৮ জন অনুপস্থিত

বগুড়ায় ইবতেদায়ী, জুনিয়র ও দাখিল বৃত্তি পরীক্ষায় শুরু, প্রথম দিন ৪৯৮ জন অনুপস্থিত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অষ্টম শ্রেণির জুনিয়র, দাখিল এবং ৫ম শ্রেণির ইবতেদায়ী পরীক্ষার প্রথম দিন আজ রোববার (২৮ ডিসেম্বর) ৪৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত জুনিয়র ও দাখিল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জুনিয়র বৃত্তি পরীক্ষা জেলার ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে বগুড়া সদরে ২টি কেন্দ্র এবং ১১টি উপজেলায় ১টি করে কেন্দ্র রয়েছে।

এই পরীক্ষায় জেলায় ৭ হাজার ৫১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেও প্রথম দিন বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৩২৯ জন। অপরদিকে দাখিল পরীক্ষা জেলার প্রতিটি উপজেলায় ১টি করে মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

প্রথমদিন কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ১ হাজার ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

অপরদিকে ইবতেদায়ী ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা জেলার ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। কুরআন মাজিদ ও তাজভীদ পরীক্ষায় ২০৭০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১০৭জন পরীক্ষার্থী। তবে জেলার কোথাও কোনো পরীক্ষার্থী বহিস্কারের ঘটনা ঘটেনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151878