অবৈধ অস্ত্র উদ্ধার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি

অবৈধ অস্ত্র উদ্ধার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

আজ রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
 
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত ডিও লেটারে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০মিনিট হতে বিরতিহীনভাবে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ব্যালট পেপারে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইসঙ্গে অনুষ্ঠিত হবে (সময়সূচির প্রজ্ঞাপন সংযুক্ত)। উক্ত নির্বাচন পরিচালনার জন্য ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৪৯৯ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। 
 
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন গণভোট ও জাতীয় সংসদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান; আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা; আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের লক্ষ্যে অগ্রিম বাজেট প্রণয়ন; অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতকরণ; পোস্টাল ব্যালট পরিবহন ও সংরক্ষণ স্থানের নিরাপত্তা বিধান; ভুল তথ্য ও অপতথ্য বিস্তার রোধ; এবং বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বাংলাদেশে আগমন উপলক্ষে ক্লিয়ারেন্স প্রদান ও তাদের নিরাপত্তার প্রদান, ইত্যাদি বাস্তবায়ন করা প্রয়োজন। 
 
এতে আরও জানানো হয়, নির্বাচনি দ্রব্যাদি পরিবহন, সংরক্ষণ ও বিতরণে নিরাপত্তা বিধান, রিটার্নিং অফিসারের কার্যালয় ও মাঠ পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট সব দফতরের নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ও নির্বাচনের কয়েক দিন আগ থেকে নির্বাচনি এলাকায় সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে। 
 
সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151824