নৌকাডুবিতে তিন সন্তানসহ ভ্যালেন্সিয়া কোচের করুণ মৃত্যু

নৌকাডুবিতে তিন সন্তানসহ ভ্যালেন্সিয়া কোচের করুণ মৃত্যু

স্পোর্টস ডেস্ক : ছুটি কাটাতে গিয়ে ইন্দোনেশিয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় সপরিবারে প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী দলের কোচ ফার্নান্দো মার্টিন। শুক্রবারের এই দুর্ঘটনায় ৪৪ বছর বয়সী এই কোচের সঙ্গে তার তিন সন্তানেরও মৃত্যু হয়েছে। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন তার স্ত্রী ও এক কন্যা।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভ্যালেন্সিয়া সিএফ শোক প্রকাশ করে জানায়, ‘স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনায় আমাদের ফেমেনিনো বি (নারী) দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত।’ইন্দোনেশিয়া ও স্পেন কর্তৃপক্ষের বরাতে জানা যায়, গত শুক্রবার জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে এই দুর্ঘটনা ঘটে। চরম বৈরি আবহাওয়ার মধ্যে ১১জন আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়। এতে মার্টিন ও তার তিন সন্তান নিখোঁজ হন। পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। উদ্ধারকারীরা মার্টিনের স্ত্রী ও এক কন্যাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। এছাড়া নৌকায় থাকা চারজন ক্রু এবং একজন ট্যুর গাইডকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফার্নান্দো মার্টিন স্পেনের দ্বিতীয় স্তরের ফুটবলের সাবেক খেলোয়াড় ছিলেন। চলতি বছরই তিনি ভ্যালেন্সিয়া নারী দলের ‘বি’ স্কোয়াডের দায়িত্ব নিয়েছিলেন। তার এই অকাল মৃত্যুতে স্প্যানিশ ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। ভ্যালেন্সিয়ার পাশাপাশি রিয়াল মাদ্রিদসহ বিভিন্ন ক্লাব ও সংস্থা গভীর শোক প্রকাশ করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151810