নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া : মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া : মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়। এ অবস্থায় দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে শনিবার দিবাগত রাত ১২টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সত্যিকার অর্থে ২৩ নভেম্বর ভর্তি হয়েছেন। ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। সে কারণেই সিসিইউ ও পরে আইসিউতে। স্বাভাবিকভাবেই উন্নতি হয়েছে বলা যাবে না, অত্যন্ত সংকটময় অবস্থা পার করছেন। এ সংকট উতরিয়ে যেতে পারলে হয়তো আমরা ভালো কিছু শুনতে পাবো। তিনি আরও জানান, চিকিৎসকরা সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকের সঙ্গে জুবাইদা রহমান যুক্ত আছেন।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151789