মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

মফস্বল ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্ব-বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিওসি মাঠ গুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুয়েত প্রবাসী জামাল উদ্দিন ও তার ছোট ভাই কাইয়ুম।পুলিশ জানায়, কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী জমির উদ্দিনের বিরোধ চলছিলো। কয়েক বছর আগে খুন হওয়া জমিরের ভাগ্নে জালাল উদ্দিন হত্যা মামলার আসামি ছিলেন কাইয়ুম। শনিবার সন্ধ্যায় কাইয়ুমকে পুলিশে ধরিয়ে দিতে জমির উদ্দিনসহ কয়েকজন তার বাড়িতে যায়। এ সময় দুইপক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় কাইয়ুম ও তার বড় ভাই কুয়েত প্রবাসী জামাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় প্রতিপক্ষের জমির উদ্দিনসহ কয়েকজন আহত হন।

পুলিশ আরও জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151784