অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই হাদি হত্যার বিচার হবে : উপদেষ্টা রিজওয়ানা
অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই শহীদ শরিফ ওসমান হাদির বিচার করে যাবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে এসে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সামনে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি জানিয়েছেন, সব রকমের পরীক্ষা-নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে ২০২৬ সালের ৭ জানুয়ারির মধ্যে জমা দেওয়া হবে। এই চার্জশিট দেওয়ার পর অন্তর্বর্তী সরকার থাকার সময়ে যেন দ্রুত বিচার করে যাওয়া যায়, তার নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।
তিনি বলেন, আপনারা আছিয়ার ঘটনা জানেন।