মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মাকে দেখে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

তিনি বলেন, হাসপাতালে কিছু সময় কাটানোর পর গুলশানের বাসায় ফেরার কথা তাদের।

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে পরিবার নিয়ে দেশে ফেরেন তারেক রহমান।

ওই দিন সকাল ১১টা ৩৯মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর থেকে তিনি যোগ দেন ঢাকার ৩০০ ফুট সড়ক এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান তারেক রহমান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151769