নাটোরের সিংড়ার ফুটপাতে জমজমাট শীতের কাপড় বেচাকেনা

নাটোরের সিংড়ার ফুটপাতে জমজমাট শীতের কাপড় বেচাকেনা

সিংড়া (নাটোর) প্রতিনিধি: পৌষ মাসের কনকনে শীতে যবুথবু দেশের উত্তরাঞ্চলের সাধারণ মানুষ। শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে ছুটছেন ফুটপাতের কাপড়ের দোকানে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভিড় বেশি এসব দোকানে।

নাটোরের সিংড়া পৌর শহরের বাসস্ট্যান্ড ও কলেজ রোডের ফুটপাত এলাকায় বসেছে ১৫ থেকে ২০ টি অস্থায়ী পুরাতন কাপড়ের দোকান। সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতের পুরাতন কাপড় বেচাকেনায় ব্যস্ত ক্রেতা ও বিক্রেতারা। এসব দোকানে সাধারণত ৫০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে মিলছে শীতের পুরাতন কাপড়।

সিংড়া বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের কাপড় ব্যবসায়ী আব্দুল কাদের জানান, দেশি-বিদেশি, নতুন-পুরাতন সব ধরণের কাপড় পাওয়া যাচ্ছে এখানে। তিনি জানান, চট্টগ্রাম মোকাক থেকে গত দুই সপ্তাহে আগে মাল এনেছেন তিনি। আগে তেমন বিক্রি হয় নাই। এখন বেচাকেনা বেশ ভালো হচ্ছে। সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এখানে বেচাকেনা করছি।

ফুটপাতের পাশাপাশি বেচাকেনার ভিড় বেড়েছে মার্কেটের কাপড়ের দোকানগুলোতেও। এসব দোকানে  হুডি, মোটা গেঞ্জি, জ্যাকেট, সোয়েটার, মেয়েদের কার্ডিগান, শর্ট কোর্ট, বেলবেড জ্যাকেট, ডেনিম শার্ট, বাচ্চাদের শীতের জামা, কানটুপি, মাফলার, মোজাসহ বিভিন্ন ধরণের শীতবস্ত্র নিয়ে বসেছেন ফুটপাতে ব্যবসায়ীরা। সকল বয়সের মানুষের শীতবস্ত্র পাওয়া যায় এসব দোকানে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151768