পঞ্চগড় সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, চোরাকারবারি আটক
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে ভারতে প্রবেশের চেষ্টার সময় ফিরোজ কামাল (২৯) নামের একজন গরু চোরাবারকারিকে আটক করেছে বিজিবি। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্তবর্তী মোমিন পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বাড়ি হাড়িভাসা ইউনিয়নের সালটিয়াপাড়া গ্রামে। সে ওই গ্রামের মোতাহার আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির অধিনস্থ পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির একটি টহল দল নায়েব সুবেদার জাহানুর ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫২/এমপি হতে বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়ায় অভিযান চালিয়ে গরু চোরাকারবারি ফিরোজ কামালকে আটক করে।
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গরু চোরাচালানের সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পঞ্চগড় সদর থানায় মামলা করত থানায় হস্তান্তর করা হয়েছে। যেকোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151764