রংপুরের কাউনিয়ায় বাসচাপায় অটোচালক নিহত, মহাসড়ক অবরোধ 

রংপুরের কাউনিয়ায় বাসচাপায় অটোচালক নিহত, মহাসড়ক অবরোধ 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেল জামিরুল ইসলাম (৩৬) নামে এক অটোরিকশা চালকের। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া মাঝিপাড়া এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার বেইলি ব্রিজ এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত বিক্ষুব্ধ জনতার পাঁচ দফা দাবি পূরণের আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানান, আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বেইলি ব্রিজ নামক স্থানে রংপুর থেকে কুড়িগ্রাম অভিমুখে দ্রুতগামী যাত্রীবাহী সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারী চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে চালক জামিরুল রাস্তা ওপর পড়ে গেলে তাকে চাপা দিয়ে বাসটি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ঘটনায় বাসের চালক শেখ বোরহান উদ্দিনকে আটক করা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151762