রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন একজনের জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন একজনের জরিমানা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলামিন ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার ভাল্লুকগাছী ইউনিয়নের নাপিতপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত জানান, সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে জরিমানা ও বালু তোলার কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দসহ ১০০০ মিটার পাইপ ও একটি ভাসমান ভেলা ধ্বংস করে।

পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমিত দাস সুমিত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151761