দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীর কারাদণ্ড
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদক সেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির মাহফুজ ওই আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেককে ২মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ ১০০ টাকা জরিমানা করেন।
নবাবগঞ্জ থানার এস.আই গোলাম মোস্তফা জানান, সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার সোনাকানি গ্রামের আজগর আলী, আন্দোল গ্রামের রবিউল ইসলাম, আন্দোলগ্রাম(নয়াপাড়া) গ্রামের আজাদ আলী, ইলিয়াস আলী ও মাহাতাব আলী। আজ শনিবার (২৭ ডিসেম্বর) তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151754