পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ওমর ফারুক(৫৭) নামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে বিস্ফোরক মামলায় পৌর শহরের শরৎনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ভাঙ্গুড়া পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর শহরের চৌবাড়ীয়া ভদ্রপাড়া মহল্লার মৃত মোকছেদ আলী প্রামাণিকের ছেলে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় ওমর ফারুক তদন্তাধীন আসামি।

গতকাল শুক্রবার রাতে তাকে গ্রেফতারের পর আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে পাবনা আদালতে সোর্পদ করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151748