এবারের বিশ্বকাপটি রোনালদোর জন্য উৎসর্গ করা হোক
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে ফুটবলের সব নিজের করে নিয়েছেন মেসি। এবার তা রোনালদোর হাতে উঠুক-এমনটাই চান ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ফ্রাঙ্ক লেভোয়ুফ।
তিনি বলেন, ‘২০২২ বিশ্বকাপটা মনে হয়েছিল মেসির জন্য উৎসর্গ করা হয়েছে। আমি আশা করি, এবারের বিশ্বকাপটি ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য উৎসর্গ করা হোক। বিশ্বকাপ জেতাটা তার এবং পর্তুগালের জন্য সত্যিই অসাধারণ কিছু হবে। পর্তুগালের সেই সামর্থ্যও রয়েছে।’ গোলডটকমের এক প্রতিবেদনে এভাবেই রোনালদোর পরিপূর্ণতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন লেভোয়ুফ। যদিও কিছুদিন আগে পিয়ার্স ম্যারগানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন-বিশ্বসেরা ফুটবলার হতে হলে বিশ্বকাপ জিততে হয়-ব্যাপারটি এমন নয়। ‘একটি টুর্নামেন্ট জয় দিয়ে কাউকে বিশ্বসেরা ফুটবলার প্রমাণ করা যায় না।’
রোনালদোর সেই যুক্তি মেনে নিতে পারেননি এই ফরাসি তারকা, ‘মেসি ও রোনালদো-দুজনই এরই মধ্যে অনেক বড় শিরোপা জিতেছে। তবে এটি সত্যি যে বিশ্বকাপ জয় তাদের দুজনের পার্থক্য স্পষ্ট করে দিয়েছে। কখনও কখনও এ কথা বলার পর রোনালদো ভক্তরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা আমাকে জিজ্ঞাসা করেন, তুমি জীবনে কী অর্জন করেছে? আমি তাদের উত্তর দিই-আমি বিশ্বকাপ জিতেছি, যা রোনালদো পারেনি।’
১৯৯৮ বিশ্বকাপ জিতেছিলেন লেভোয়ুফ। খেলা ছাড়ার পর নেমেছেন অভিনয় জগতে। ফুটবল ম্যাচের ধারাভাষ্যও দেন তিনি। তার মতে গতবার বিশ্বকাপ জয়ের পর রোনালদোর চেয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন লিওনেল মেসি। তাকে ধরতে গেলে এখন রোনালদোকেও বিশ্বকাপ ট্রফি জিততে হবে। ‘দুই দশক ধরে ফুটবল সমর্থকরা একটি প্রশ্নের উত্তর খুঁজে গেছেন-মেসি না রোনালদো, সেরা কে? আমার মনে হয়, বিশ্বকাপ জিতে মেসি উত্তর দিয়ে দিয়েছেন। রোনালদোর সামনে সুযোগ এখনও আছে।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151695