বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনে হামলা, জেলেনস্কির হুমকি
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের আবাসিক এলাকায় হামলা চালাতে ও কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে রাশিয়া তার মিত্র বেলরুশের ভূখণ্ড ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
শুক্রবার (২৬ নভেম্বর) সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি বলেন, আমরা লক্ষ্য করছি যে, রাশিয়ানরা প্রতিবেশী বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে আমাদের প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর অবস্থানগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। বেলারুশকে এর জন্য মূল্য দিতে হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এটি দুর্ভাগ্যজনক যে, বেলারুশ রাশিয়ার আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষার স্বার্থে নিজের সার্বভৌমত্ব বিসর্জন দিচ্ছে।
জেলেনস্কি জানান, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলো লক্ষ্য করেছে যে, বেলারুশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে, এমনকি আবাসিক ভবনের উপরেও রুশ বাহিনীকে সাহায্য করার জন্য সরঞ্জাম মোতায়েন করছে। তিনি বলেন, সাধারণ পাঁচ তলা অ্যাপার্টমেন্টের ছাদে অ্যান্টেনা এবং অন্যান্য সরঞ্জাম স্থাপন করা হয়েছে, যা ‘শাহেদ’ (রুশ ড্রোন) গুলোকে আমাদের পশ্চিম অঞ্চলের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সাহায্য করে। এটি মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞা এবং মিনস্কের উচিত এই খেলা বন্ধ করা।
এর আগে ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেন, মস্কো সম্ভবত পূর্ব বেলারুশের একটি সাবেক বিমানঘাঁটিতে তাদের নতুন পারমাণবিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এটিকে ইউরোপে লক্ষ্যবস্তুতে আঘাত করার রাশিয়ার ক্ষমতাকে শক্তিশালী করার পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। এদিকে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, দুই মার্কিন গবেষকের উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে- রাশিয়া পূর্ব বেলারুশে তাদের নতুন পারমাণবিক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ মোতায়েন করছে। তবে রাশিয়া এবং বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151689