শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কবর জিয়ারত করেন। একই জায়গার অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের করবও জিয়ারত করেন। এরপর মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ। তিনি হাদির ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গেও কথা বলেন।
এরপর তারেক রহমান ভোটার হবেন। এজন্য তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি) যাবেন। এর আগে গতকাল শুক্রবার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। এতে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151664