শাহবাগ ছেড়ে আজিজ মার্কেটের সামনে ইনকিলাব মঞ্চ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও কবর জিয়ারতকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদির হত্যার বিচার দাবিতে টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবরোধ করে রেখেছিল সংগঠনটি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্য সামনে আসার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে ইনকিলাব মঞ্চ স্বেচ্ছায় শাহবাগ মোড় ছেড়ে দেয়।শনিবার সকাল থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় ত্যাগ করে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। সংগঠনটির নেতারা জানান, তারেক রহমান কবর জিয়ারত শেষে এলাকা ত্যাগ করার পর তারা পুনরায় শাহবাগ মোড়ে ফিরে এসে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।এদিকে ইনকিলাব মঞ্চ শাহবাগ ছাড়ার পর সেখানে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুরো এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
হাদির কবর জিয়াতকে কেন্দ্র করে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি, পুলিশ, র্যাবের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফের সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে পুরো এলাকায়।
সংশ্লিষ্টরা জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, শহীদ ওসমান হাদির কবর জেয়ারত করতে সকাল ১১ টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন আসবেন। এসময় তার সাথে গাড়িবহর থাকবে। তাই তার যাওয়া-আসার সুবিধার্থে সহযোগিতা করার জন্য আমরা শাহবাগ ছেড়ে দিয়েছি। যেন তার যাওয়া-আসার পথে কোনো অসুবিধা না হয়।
তবে তিনি চলে যাওয়ার পর আবারও শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে তারা অবস্থান নেবেন বলে জানিয়েছেন জুমা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151662