কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন
মফস্বল ডেস্ক: কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, সকালে কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।এদিকে, আগুন লাগার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। জেলা প্রশাসন জানিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জাহাজটিতে থাকা চালকদের সরিয়ে নেয়া হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151659