বগুড়ায় স্প্রিট অফ বগুড়া সিটি রান অনুষ্ঠিত

বগুড়ায় স্প্রিট অফ বগুড়া সিটি রান অনুষ্ঠিত

বগুড়ায় প্রথমবারের মত উৎসবমুখর পরিবেশে বগুড়া, ঢাকা, রংপুর, সিরাজগঞ্জ, পাবনা, নাটোরসহ ১৫ টি জেলা থেকে আগত পেসারসহ প্রায় দুইশত রানারদের অংশগ্রহণে পেসমেকারস বগুড়ার উদ্যোগে ও বগুড়া জেলা প্রশাসন এর সহযোগিতায় “স্প্রিট অফ বগুড়া সিটি রান-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ৭টায় বগুড়া শহীদ খোকন পার্ক থেকে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা রোভারের সহকারী কমিশনার মোহাম্মদ এমদাদুল হক, বগুড়া সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, ডিএসবি’র ইন্সপেক্টর আশিক ইকবাল, বগুড়া রানার্স এর এডমিন ডা.সৈকতসহ সহযোগী পার্টনার, ক্রু পার্টনার, স্পন্সরবৃন্দ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, এমন আয়োজন শহরের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলে এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করে। সিটি রান শুরু হয় বগুড়ার শহীদ খোকন পার্ক পয়েন্ট থেকে। এরপর মাটিডালি বাজার এর সামনে রানাররা ইউটার্ন নিয়ে পুনরায় শহীদ খোকন পার্কে শেষ করেন। রান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সিটি রানের তিনটি কাট্যাগরিতে  প্রথম হয়েছেন হাফিজুর রহমান, শফিকুল ইসলাম এবং মোছাঃ রুহি আক্তার। পাশাপাশি অংশগ্রহণকারী সকল রানারের জন্য মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজনে স্বেচ্ছাসেবক, মেডিকেল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151636