বগুড়ার দুপচাঁচিয়া পিন্টু হত্যা মামলার আসামি গাইবান্ধায় গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়া পিন্টু হত্যা মামলার আসামি গাইবান্ধায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলোচিত লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দ (৩৮) হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো.জেলহজ আলী (৩০)কে গাইবান্ধা সদরের পশ্চিম কোমরনই এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া, র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা এবং র‌্যাব-৪, সিপিএসসি এর যৌথ অভিযান চালিয়ে জেলহজ আলীকে গ্রেফতার করে।

পিন্টু আকন্দ প্রায় ৩ বছর আগে বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভাস্থ সিও অফিস মোড় সংলগ্ন খন্দকার মার্কেটে তৌফিক এলাহী সুজন এর লোটো শোরুমে ম্যানেজার হিসেবে যোগদান করেছিলেন। গত ২২ ডিসেম্বর রাত ৯ টার দিকে শোরুম বন্ধ করার সময় অজ্ঞাত ৬ থেকে ৭ জন শোরুমের ভিতরে প্রবেশ করে পিন্টু আকন্দকে জোর করে টেনে হেচড়ে ঢাকা মেট্রো চ ১৫-৩২৬৮ মাইক্রোবাসে তুলে নিয়ে গাড়িতেই হত্যা করে।

এরপর আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ গ্রামের জনৈক মো. তোফাজ্জল হোসেনের পুকুরের উত্তর পাশে পাকা রাস্তার ওপর মাইক্রোবাসসহ ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে পিন্টু আকন্দের স্ত্রী মোছাঃ সাবিনাজ খাতুন (৩৫) বাদি হয়ে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত  মামলার সন্দিগ্ধ অভিযুক্ত মো.জেলহজ আলী (৩০) গ্রেফতার এড়াতে গাইবান্ধা জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে।

এই তথ্যের ভিক্তিতে র‌্যাব-১২, অধিনায়কের দিকনির্দেশনায় শুক্রবার ভোর সাড়ে ৫ টায়  র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া, র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা এবং র‌্যাব-৪, সিপিএসসি এর যৌথ আভিযানিক দল গাইবান্ধা জেলার পশ্চিম কোমরনই এলাকার জনৈক মো. আব্দুল ওয়াহেদ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ অভিযুক্ত মো. জেলহজ আলী (৩০) গ্রেফতার করে। আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151634