একা একা নয় সবাই মিলে সামনে এগিয়ে যেতে হবে- বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীন

একা একা নয় সবাই মিলে সামনে এগিয়ে যেতে হবে- বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন, এখনও অনেক মানুষ নিজের নাম লিখতে পারে না, তারা টিপ সই দেন। এটা আমাদের সকলের জন্য লজ্জার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন নিজের পরিবার, প্রতিবেশি বা গ্রামের নিরক্ষর মানুষগুলোকে অক্ষরদার করতে তোমাদের ভূমিকা নিতে হবে।

একা একা নয়, সবাই মিলে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে বাংলাদেশ সুন্দর  হবে, দেশ আরো এগিয়ে যাবে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় ধুনটে জিমকল ইন্টারন্যাশনাল স্কুলে ব্যারিস্টার স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন, জয়পুরহাট  জেলার যুগ্ম ও দায়রা জজ রাসেল মাহমুদ।

ব্যারিস্টার স্কলারশিপ প্রদান কমিটির আহবায়ক বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের সহযোগি অধ্যাপক  ডা.শাহাদত হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক আমিনুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, প্রধান শিক্ষক এনামুল হক,বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাগর হাসান, কৃতি শিক্ষার্থী লিজা খাতুন, আরবী আকতার ও সুরাইয়া আকতার।

অনুষ্ঠান শেষে ব্যারিস্টার স্কলারশিপ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলার ৩৫টি উচ্চ বিদ্যালয়ের ১৩৪ জন মেধাবী ছাত্র-ছাত্রী ব্যারিস্টার স্কলারশিপে অংশগ্রহণ করে। ২০ জনকে  মেধা তালিকায় এবং ১০জনকে ইউনিয়ন কোটায় মোট ৩০জন শিক্ষার্থীকে স্কালারশিপ প্রদান করে হয়।

ধুনট সরকারি নইমউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফ আল হাসান ১ম, স্বাধীন রানা ২য় ও মথুরাপুর মুলতানী পারভিন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নওশিন জাহান নিঝুম ৩য় স্থান অধিকার করেছে। এছাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষিক বিএম ফারুক হোসেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151631