বগুড়া-১ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন কাজী রফিক

বগুড়া-১ আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন কাজী রফিক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার -১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)’র চূড়ান্ত মনোনয়ন পেলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির গুলশানস্থ চেয়ারপার্সনের কার্যালয় থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে মনোনয়ন পত্র গ্রহণ করেন।

এসময় সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে দলের তৃণমুলের নেতৃবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তৃণমুলের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর আসনটি পুনরুদ্ধারে সকল পর্যায়ের নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মতামত ও রিপোর্টের ভিত্তিতে আলহাজ কাজী রফিকুল ইসলামকে দলীয় মনোনয়ন দেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ সিদ্ধান্তটি যুগোপযোগী বলে তিনি মনে করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151616