ভোটাধিকার ও গণভোটের বার্তা নিয়ে সাতক্ষীরায় নেমেছে ‘ভোটের গাড়ি’

ভোটাধিকার ও গণভোটের বার্তা নিয়ে সাতক্ষীরায় নেমেছে ‘ভোটের গাড়ি’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটাধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণের বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরার রাজপথে নেমেছে ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান। ব্যতিক্রমী এই প্রচারণায় শহরের কেন্দ্র থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে উৎসাহ ও আগ্রহ।
 
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমের সূচনা হয়। গণতন্ত্র, ভোটাধিকার ও গণভোটে বিষয়ে জনসচেতনতা তৈরিই এই কর্মসূচির মূল লক্ষ্য।
 
জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
 
প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ি থেকে প্রচার করা হয় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন এবং গণভোট–২০২৬ সংক্রান্ত বার্তা। একই সঙ্গে স্থাপন করা হয় ‘দেশের চাবি আপনার হাতে’ শিরোনামে উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স। এতে অংশ নিয়ে তরুণ ভোটাররা তাদের মতামত, প্রত্যাশা ও চিন্তাভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। পরে দেশাত্মবোধক ও সচেতনতামূলক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ভোটাধিকার ও গণভোটের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
 
জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, ভোটাধিকার নিশ্চিত করাই গণতন্ত্রের মূল ভিত্তি। ভোটাররা সচেতন হলে নির্বাচন ও গণভোট দুটোই হবে অর্থবহ।
 
তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই বার্তা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করা হবে।
 
জেলা তথ্য অফিস সূত্র জানা যায়, নির্ধারিত সূচি অনুযায়ী ২৬ ও ২৭ ডিসেম্বর জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে সুপার ক্যারাভানের প্রচারণা চলবে। এই কর্মসূচির মাধ্যমে ভোটারদের গণভোট ও নির্বাচনে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে। গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে এমন মাঠপর্যায়ের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ ভোটাররা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151606