১৮ বছরেই এআই ভিডিও কমার্শিয়াল কোম্পানি চালু করলেন পলিটেকনিক ছাত্র তানজিল
১৮ বছরেই এআই ভিডিও কমার্শিয়াল কোম্পানি চালু করলেন পলিটেকনিক ছাত্র তানজিল মাত্র ১৮ বছর বয়সেই প্রযুক্তির জগতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন পলিটেকনিক শিক্ষার্থী তানজিল আহমেদ।
বাংলাদেশে প্রথমবারের মতো তিনি চালু করেছেন একটি পূর্ণাঙ্গ এআই ভিডিও কমার্শিয়াল কোম্পানি, যা ইতোমধ্যেই প্রযুক্তি ও মিডিয়া অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। বর্তমানে যেখানে অনেকেই এআই ব্যবহার করে সাধারণ বা নিম্নমানের (র্যান্ডম) ভিডিও তৈরি করছেন, সেখানে তানজিল সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে কাজ করছেন। তাঁর প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো ‘হিউম্যানাইজড’ বা মানবিক স্পর্শযুক্ত এআই ভিডিও নির্মাণ, যেখানে বাস্তবসম্মত শট, নিখুঁত ক্যামেরা অ্যাঙ্গেল ও স্বাভাবিক এক্সপ্রেশনের মাধ্যমে দর্শকের আবেগকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
তানজিল জানান, প্রচলিত এআই ভিডিওতে যেসব অসামঞ্জস্যতা দেখা যায়, তাঁর কাজে সেগুলোর কোনো স্থান নেই। বরং প্রতিটি ভিডিও তৈরি করা হয় কমার্শিয়াল ফিল্মের মান বজায় রেখে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার থাকলেও সেটি দর্শকের চোখে স্বাভাবিক ও বাস্তব মনে হয়। পড়াশোনার পাশাপাশি প্রযুক্তির এই জটিল খাতে তাঁর দক্ষতা অনেককেই বিস্মিত করেছে। তাঁর ব্যতিক্রমী কাজের গুণমানে মুগ্ধ হয়ে সম্প্রতি একজন নেটফ্লিক্স ফিচারড প্রডিউসার তাঁকে কাজের প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে তানজিল আহমেদ বলেন, আমি কখনোই গতানুগতিক এআই ভিডিও বানাতে চাইনি। আমি চেয়েছি এআই ব্যবহার করে এমন কমার্শিয়াল ফিল্ম তৈরি করতে, যা মানুষের আবেগকে স্পর্শ করবে।”
তরুণ এই উদ্যোক্তা ভবিষ্যতে তাঁর প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে বাংলাদেশের তরুণরাও বিশ্বমানের প্রযুক্তি উদ্যোগ গড়ে তুলতে সক্ষম।