চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৯.৭ ডিগ্রিতে, জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৯.৭ ডিগ্রিতে, জনজীবন বিপর্যস্ত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের প্রকোপ। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় কনকনে ঠান্ডা, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

শুক্রবার ভোরে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এ জেলার সর্বনিম্ন। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৫ শতাংশ।

শীতের তীব্রতায় শহর ও গ্রামাঞ্চলে স্থবিরতা নেমে এসেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সকাল গড়িয়ে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের দাপট কমছে না।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হতে হচ্ছে দিনমজুর, ভ্যানচালক ও শ্রমজীবীদের।

 

শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগব্যাধি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বয়োবৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

চুয়াডাঙ্গা শহরের হোটেল ব্যবসায়ী আব্বাস আলী বলেন, ভোরেই কাজ শুরু করতে হয়। ঠান্ডা পানিতে হাত দিলে অবশ হয়ে আসে। তারপরও জীবীকার তাগিদে কাজ করতে হচ্ছে।

চা-দোকানি আকাশ হোসেন বলেন, ঠান্ডার কারণে সকালে ক্রেতা কমে গেছে। বাধ্য হয়ে দোকান দেরিতে খুলেছি।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চলতি মৌসুমে আজকের ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই জেলার সর্বনিম্ন। বর্তমানে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151551