ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এ তথ্য জানিয়েছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম।

তিনি আরও জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়ায় তিন ফেরি এবং দৌলতদিয়া প্রান্তে পাঁচ ও মাঝ নদীতে তিনটি ফেরি আটকে আছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151548