তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তার আগমনকে ঘিরে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সড়ক-মহাসড়কে ফেস্টুন-ব্যানারে সাজানো হয়েছে এলাকা, নেতাকর্মীদের মাঝেও দেখা গেছে উচ্ছ্বাস।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা জেলা পুলিশ। দলীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে পরিবারের সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে শুক্রবার বিকেলে সাভারে যাবেন তারেক রহমান এবং জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু জানান, তার আগমন উপলক্ষে স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিচ্ছন্ন করা হয়েছে এবং অতিথিদের ব্যবহারের সম্ভাব্য এলাকাগুলো প্রস্তুত রাখা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি ডিবি, ট্রাফিক ও সাদা পোশাকের পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151543