হাদি হত্যার বিচার দাবিতে সারাদেশে বিক্ষোভের ডাক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশে বিক্ষোভ মিছিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ ও ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং তার রুহের মাগফেরাত কামনায় এই কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ২০ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দাফন করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151540