দিনাজপুরের বীরগঞ্জে কৃষি জমির মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়

দিনাজপুরের বীরগঞ্জে কৃষি জমির মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কৃষি জমির মাটি ক্রয়ের অভিযোগ উঠেছে ভাটা মালিকদের বিরুদ্ধে। অধিক মুনাফার আশায় দিন-রাত কৃষিজমি থেকে উপরের স্তরের মাটি ইটভাটায় যাওয়ায় কমছে ফসল উৎপাদন বিঘ্নিত হচ্ছে চাষাবাদ।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলসি ও মরিচা ইউনিয়নের মাহাতাবপুর গ্রামের কয়েকজন কৃষক এসব আবাদি জমির ওপরের স্তরের মাটি বিক্রি করেছেন। এতে জমিগুলো ১/২ ফুট নিচু হয়ে যাচ্ছে। অন্য কৃষকদের জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করে ট্রাক্টর দিয়ে মাটি ইটভাটায় নিয়ে যাচ্ছে।

এতে ওইসব কৃষি জমি উর্বরতা হারাচ্ছে। এভাবে চলতে থাকলে এসব কৃষি জমির পুষ্টি উপাদান, বায়ু চলাচল ও পানি ধারণ ক্ষমতা কমে যাবে। ফসল উৎপাদন কমে যাবে। এসব কৃষিজমির মাটি কাটতে বাধা দিয়েও কোন প্রতিকার হচ্ছে না। কৃষক রমেশ চন্দ্র বর্মন জানান, কৃষি জমি থেকে দেদারসে ইটভাটায় মাটি বিক্রি করা হচ্ছে। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার দীপঙ্কর বর্মন বলেন, কৃষিজমি থেকে ওপরের স্তরের মাটি কেটে বিক্রি করার কোনও সুযোগ নেই। কৃষিজমির ওপরের স্তরের মাটি কাটা বন্ধ করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151535