বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবলীগের ২ নেতা গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবলীগের ২ নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার চাঁচাইতারা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মাদলা ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগের সভাপতি হারুন উর রশিদ (৪৮) এবং  ফুলদিঘী মধ্যপাড়ার মৃত রফিক কামালের ছেলে ১৩নং ওয়ার্ড যুবলীগের সদস্য স্মরণ (৩৫)।

শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে স্মরণকে গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি বার্মিজ চাকু জব্দ করা হয়। উভয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151529