বগুড়ার সোনাতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় দিগদাইড় ইউনিয়নের বুড়ারদহ নামক স্থানে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় অটোভ্যানে থাকা যাত্রী আনারুল ইসলাম ওরফে চাঁন মিয়া (৫৫) দ্রুতগামী ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
এঘটনায় ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি থানা পুলিশ উদ্ধার করেছে। নিহত আনারুল ইসলাম উপজেলার পৌর এলাকার বোচারপুকুর গ্রামের মৃত সানাউল্লাহ প্রামানিকের ছেলে এবং স্থানীয় জামায়াতের সক্রিয় কর্মী।
এলাকা সূত্রে জানা যায়, নিহত আনারুল ইসলাম বাসা থেকে সৈয়দ আহম্মদ কলেজ এলাকায় অটোভ্যানে যাবার পথে বুড়ারদহ নামক স্থানে পৌঁছিলে পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে আনারুল ইসলাম নিহত হন।
সোনাতলা থানার ওসি কবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151527