বগুড়া সারিয়াকান্দিতে চার দিনব্যাপী পৌষ মেলার উদ্বোধন

বগুড়া সারিয়াকান্দিতে চার দিনব্যাপী পৌষ মেলার উদ্বোধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের চর ডোমকান্দি গ্রামে পৌষ মেলার উদ্বোধন করা হয়েছে। চার দিনব্যাপী এ মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌঁড়। খেলনা, কসমেটিক সামগ্রী থেকে শুরু করে হরেকরকমের দোকানে প্রতিদিন উপচেপড়া ভিড়ের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বাঙালি নদী বেষ্টিত চর ডোমকান্দি গ্রামে বসেছে এ মেলা। বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে মেলার উদ্বোধনী প্রধান অতিথি ছিলেন, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন-উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক শাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপি’র সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন, উপজেলা কৃষক দলের সভাপতি খাদেমুল ইসলাম পিন্টু, বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খাদেমুল ইসলাম পিন্টু, উপজেলার আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, এম রুবেল আলম।

মেলায় নাগরদোলা, নৌকা খেলা, রেলগাড়ী ভ্রমণসহ নানা ধরনের রকমারি খেলনার দোকান বসেছে। জিলাপি, খাজা, নিমকিসহ মেলায় বেশকিছু মিষ্টির দোকানও বসেছে। মেলার প্রবেশ পথে বসেছে মাছ, মাংসসহ নানা ধরনের সবজির দোকান। মেলায় দুই সারিতে বেশকিছু কসমেটিক সামগ্রীর দোকান বসেছে। সেখানে নানা বয়সী তরুণী এবং শিশুদের উপচেপড়া ভিড়ের সৃষ্টি হয়েছে। রয়েছে গৃহস্থালি বিভিন্ন ধরনের কাঠের তৈরি, লোহার তৈরি এবং মাটির তৈরি তৈজসপত্রের দোকান।

সবমিলিয়ে মেলাটি মুখরিত হয়েছে নানা বয়সী দর্শনার্থীদের সমাগমে। এদিকে মেলা উপলক্ষ্যে গ্রামের প্রতিটি বাড়িতেই আত্মীয়-স্বজনদের আগমন ঘটেছে। গ্রামের ঘরে ঘরে জামাইরা বেড়াতে এসেছেন। তারা মেলা থেকে বিভিন্ন ধরনের রকমারি জিনিসপত্র কিনছেন। মেলায় প্রতিদিন বিকেলে বিশালাকার একটি মাঠে শুরু হয় ঘোড়দৌঁড় প্রতিযোগিতা। ঘোড়দৌঁড় প্রতিযোগিতা দেখতে প্রতিদিন বিশালাকার মাঠের চারপাশে হাজারো উৎসুক জনতা ভিড় করেন।

আব্দুল ওয়াদুদ দুলাল বলেন, গত প্রায় ২০ বছর আগে থেকে আমাদের গ্রামে এ পৌষ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা উপলক্ষ্যে আমাদের গ্রামের প্রতিটি বাড়িতেই আত্মীয়-স্বজনের আগমন ঘটেছে। আগামীকাল শুক্রবার এবং আগামী শনিবার সবচেয়ে বড় ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আসর বসবে। অনেক দূর-দূরান্ত থেকে মানুষরা এ মেলার ঘোড়দৌঁড় প্রতিযোগিতা দেখতে আসছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151526