জয়পুুরহাটের ধরঞ্জীতে বিজিবি’র অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার

জয়পুুরহাটের ধরঞ্জীতে বিজিবি’র অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বাগজানার পাশ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামের সীমান্ত এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন বিজিবি’র আওতাধীন কড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

জানা যায়, পাঁচবিবি উপজেলার কড়িয়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৮/৬ এস থেকে ৬০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করে। আটককৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151525