বগুড়ায় সাবেক স্বরাষ্টমন্ত্রী কামাল, সাবেক এমপি মজনু ও রিপুসহ ১৭৩ জনের নামে মামলা

বগুড়ায় সাবেক স্বরাষ্টমন্ত্রী কামাল, সাবেক এমপি মজনু ও রিপুসহ ১৭৩ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বগুড়া জেলা (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি হাবিবর রহমান, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খাঁন রবিনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ১৭৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৮০ থেকে ১০০ জনকে। শহরের বৃন্দাবন পশ্চিমপাড়ার নুর হোসেন মন্ডলের ছেলে মো. আলিফ (২৫) বাদি হয়ে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলা দায়েরের বিষযটি নিশ্চিত করেন থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহফুজ আলম।

গত ২৩ ডিসেম্বর থানায় দায়ের করা মামলার আর্জিতে বাদি মো. আলিফ উল্লেখ করেন,  তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য। গত ২০২৪ সালের ৪ আগস্ট রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ছাত্র-জনতার এক দফা সমর্থনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বিকেল ৩টার দিকে ছাত্র-জনতার মিছিল নিয়ে শহরের চাঁদনী বাজার মোড় কাঁঠালতলায় পৌঁছে।

সেখানে পৌঁছামাত্র স্বৈরাচারী শেখ হাসিনা ও তৎকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হুকুমে আসামিগণ ককটেল, হাতবোমা ও লাঠি, কিরিচ, হাসুয়া, রামদা, চায়নিজ কুড়াল, বার্মিজ চাকু ইত্যাদি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলের সামনে এসে মিছিলে বাধা দেয় এবং আন্দোলনরত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালিগালাজ করাসহ জীবন শেষ করে দেওয়ার হুকুম দেয়।

এসময় আসামিগণ তাদের হাতে থাকা ককটেল ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল লক্ষ্য করে ছুঁড়ে বিস্ফোরণ ঘটায়। এসময় আসামিরা হাতে থাকা শর্টগান ও বন্দুক দিয়ে তাকে ও আন্দোলনরত অন্যান্য ছাত্রদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। এসময় গুলি তার কপালে, বুকে এবং সামনের উঁডুতে শরীরের বিভন্ন স্থানে লেগে রক্তাক্ত জখম প্রাপ্ত হয়।

এরপর অন্যান্য আসামিরা তাকে ও অন্যান্য ছাত্র-জনতাকে মারপিট করে সাধারণ জখম ও গুরুতর জখম করতে থাকে। এক পর্যায়ে আশেপাশের এলাকা থেকে আরও ছাত্র-জনতার মিছিল আসতে দেখে আসামিগণ বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151512