গাইবান্ধার সাদুল্লাপুরের তরুণ অভিনেতা রানা এখন নির্মাতা-দর্শকদের নজরে

গাইবান্ধার সাদুল্লাপুরের তরুণ অভিনেতা রানা এখন নির্মাতা-দর্শকদের নজরে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিভৃত গ্রামাঞ্চল থেকে বেড়ে ওঠা এক প্রাণোচ্ছল তরুণের নাম আহমেদ রানা। শৈশব থেকেই বন্ধুদের সাথে খুনসুটি আর দুষ্টুমিতে মানুষদের আনন্দ দিতেন তিনি। এরই ধারাবাহিকতায় ধীরে ধীরে বিনোদন অঙ্গণে নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন রানা। ইতোমধ্যে বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে নির্মাতা ও সারাদেশের দর্শকদের নজর কাড়ছেন তিনি।  

আহমেদ রানার বাড়ি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে। এলাকার ছোট দাউদপুর গ্রামের মোতালেব হোসেন ও চামেলী বেগম দম্পতির ছেলে তিনি। খোঁজ নিয়ে জানা যায়, অভিনয় চর্চার মধ্যদিয়ে তৈরি হয় আহমেদ রানার শিল্পীসত্তার ভিত। পেশাদারভাবে ক্যামেরার সামনে দাঁড়ানোর পর সেই আগ্রহ আরও দৃঢ় হয়েছে।

তার স্বাভাবিক অভিনয় দক্ষতা ও ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি নির্মাতাদের নজর কাড়ছে ধীরে ধীরে। ইতোমধ্যে এশিয়ান টেলিভিশনে 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট' এবং আর টিভিতে 'ঘুরিতেছে পাংখা' নামে দুইটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।

এছাড়াও তার ২০ নাটক মুক্তির অপেক্ষায়। যেমন- পাওয়ার, মুখোশের আড়ালে, ক্ষমতার লড়াই, প্রবাসীর বাড়ি ফেরা, সাদা কালো টিভি, অভিমান, প্রবাসীর বেইমান ভাই ইত্যাদি। সেইসাথে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তার একটি বিশেষ নাটকের নাম হচ্ছে- ‘কিক’। আরও বেশকিছু নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বিনোদন নির্মাতা ও দর্শকরা জানান, অভিনেতা আহমেদ রানার বিশেষ একটি গুণ হচ্ছে- তিনি বেশ কয়েকটি জেলার আঞ্চলিক ভাষায় সুন্দরভাবে কথা বলতে পারেন। এছাড়াও চরিত্র বুঝে সংলাপ বলার সাবলীলতা এবং চোখের অভিব্যক্তিতে কমেডি ফুটিয়ে তোলার দক্ষতা তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে।

তরুণ অভিনেতা আহমেদ রানা জানান- অতিরিক্ত প্রচারণা নয়, শিল্পীকে টিকে রাখে ভালো কাজ। তাই প্রতিটি কাজে তিনি রাখেন আন্তরিকতা ও পরিশ্রমের ছাপ। তরুণ এই অভিনেতা নিজের স্বপ্ন পূরণের পথে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগিয়ে যাচ্ছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151507