সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাঘাবাড়ি মিল্কভিটার দ্বন্দ্বকে কেন্দ্র সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়িতে দুই পক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৩/৪ বাড়ি ঘর ভাঙচুর আহত ২৫ হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে আলতাফ সরকার ও সাবেক মিল্কভিটার পরিচালক আলহাজ নজরুল ইসলাম নকির মধ্যে গতকাল বুধবার মিল্কভিটা এলাকায় মারামারি হয় এতে আয়ুব মেম্বরকে বেদম মারপিট করে। সেই ঘটনার জের আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করে।

এ ঘটনায় উভয়পক্ষের ২০/২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সাবেক মিল্কভিটার পরিচালক আলহাজ নজরুল ইসলাম নকির জানান, গতকাল বুধবার মিল্কভিটা এলাকার উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফ সরকারের লোকজন আমাকে ও আয়ুব মেম্বরকে বেদম মারপিট করে আহত করে।

থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই মামলা দায়ের করেনি। পরিস্থিতি সামলাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের রাখা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151485