দুস্থ বাচ্চাদের সিক্রেট সান্টা হতে চাই: অদ্রিজা রায়

দুস্থ বাচ্চাদের সিক্রেট সান্টা হতে চাই: অদ্রিজা রায়
বিনোদন ডেস্কঃ  বড়দিন মানেই আলো, কেক আর উপহারের উচ্ছ্বাস। তবে অভিনেত্রী অদ্রিজা রায়ের কাছে এই দিনটির অর্থ আরও গভীর, আরও মানবিক। মুম্বইয়ে কর্মব্যস্ত জীবনের মাঝেও বড়দিনকে তিনি দেখেন একেবারে নিজের মতো করে নিঃশব্দ, ধীর আর ভালোবাসায় ভরপুরভাবে।
 
বর্তমানে হিন্দি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন অদ্রিজা। কলকাতা থেকে দূরে থাকলেও বড়দিনের অনুভূতি তাঁর কাছে এতটুকুও বদলায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, উৎসব মানেই তাঁর কাছে আড়ম্বর নয়, বরং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো। এবারের বড়দিনেও তিনি চান ‘সিক্রেট সান্টা’ হয়ে দুস্থ শিশুদের জন্য উপহার নিয়ে হাজির হতে।
অদ্রিজার কথায়, বড়দিন তাঁর জীবনে এক ধরনের বিরতির দিন। যে দিনে তাড়া নেই, কাজের চাপ নেই, শুধুই আপনজনদের সঙ্গে সময় কাটানো। পরিবারের সদস্য, কাছের মানুষদের নিয়ে সাধারণ খাবার, গল্প আর শান্ত একটা দিন এইটুকুই তাঁর বড়দিনের সম্পূর্ণ পরিকল্পনা। ব্যস্ত কাজের সূচির মাঝে এমন একটি দিনই নাকি তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
 
শৈশবের বড়দিনের স্মৃতি আজও অদ্রিজার মনে উজ্জ্বল। সারা বাড়ি সাজানো, কেক আর মিষ্টির গন্ধ, উপহারের অপেক্ষা সব মিলিয়ে সেই দিনগুলো ছিল আনন্দে ভরা। তবে কোনও স্মৃতি মুছে ফেলতে চান না অভিনেত্রী। তাঁর বিশ্বাস, জীবনের প্রতিটি অভিজ্ঞতাই মানুষকে একটু একটু করে বদলে দেয়, শেখায় নতুন করে বাঁচতে।
 
তারকা জীবনের ঝলকানি ছাপিয়ে অদ্রিজার বড়দিন তাই খুব সাধারণ, কিন্তু অনুভূতিতে ভীষণ সমৃদ্ধ। আলো-ঝলমলের বাইরে দাঁড়িয়ে তিনি যেন মনে করিয়ে দেন, উৎসবের আসল মানে লুকিয়ে আছে ভাগ করে নেওয়ার আনন্দেই।
 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151473