ভারতে ট্রাক-বাস সংঘর্ষে আগুনে পুড়ে নিহত ১০

ভারতে ট্রাক-বাস সংঘর্ষে আগুনে পুড়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় একটি স্লিপার বাস ও ট্রাকের সংঘর্ষে আগুন লেগে কমপক্ষে ১০ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাত আড়াইটার দিকে জাতীয় মহাসড়ক-৪৮ (এনএইচ-৪৮)-এ এই দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাওয়ার পথে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার টপকে এসে সজোরে ধাক্কা দেয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাংকের কাছে আঘাত হানলে ডিজেল ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। কয়েকজন যাত্রী কোনোভাবে আগুন থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা ভেতরেই আটকা পড়েন।

কর্ণাটক পুলিশের ইন্সপেক্টর জেনারেল রাভিকান্ত গৌড়া জানান, বৃহস্পতিবার ভোরে একটি ট্রাক ডিভাইডার টপকে এসে বাসটিকে আঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  ট্রাকটি বাসের জ্বালানি ট্যাংকে আঘাত করায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি সিবার্ড কোচ কোম্পানির ছিল। এতে চালক ও কন্ডাক্টরসহ মোট ৩২ জন আরোহী ছিলেন। সংঘর্ষের পর বাসটি পুরোপুরি আগুনে পুড়ে যায়।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151440