উৎসবের আমেজে রাজধানীর গণসংবর্ধনাস্থলে বিএনপি নেতাকর্মীরা
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং তাকে রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ। কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে।
৩০০ ফিট হাইওয়ে এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের কেউ কেউ এলাকাভিত্তিক জটলা পাকিয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ সমবেতভাবে মিছিলে মুখর। এককথায় সবার মনেই উৎসবের আমেজ। এছাড়া স্লোগান-প্ল্যাকার্ড আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্পিকারবাহী ট্রাকগুলোতে বাজছে দলীয় ও দেশাত্মবোধক গান। মূলত নেতাকর্মীদের ভিড়ে একদিন আগে থেকেই অর্থাৎ বুধবার থেকেই পূর্বাচলের ৩০০ ফিটের পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকেই ব্যানার ও ত্রিপল বিছিয়ে সড়কের ফুটপাতে রাত কাটানোর ব্যবস্থা করে নেন। পাশাপাশি পতাকা, মাথার ব্যান্ডসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভ্রাম্যমাণ বিক্রেতাদের মেলাও জমে উঠেছে। অস্থায়ী খাবারের দোকানও চালু হয়েছে।
এছাড়া কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে আছে মঞ্চের আশপাশের এলাকা। তারেক রহমানের দেশে ফেরা নিয়েও তাদের মধ্যে চলছে নানা আলোচনা। কেউ কেউ অভিনব উপায়ে ধানের শীষ দিয়ে তৈরি পোশাক পরে অন্যদেরও উজ্জীবিত করছেন। অনেককে মাথায় ধানের শীষ দিয়ে তৈরি মাথাল পরে গানের তালে তালে নাচতে দেখা গেছে।
এদিকে দলের শীর্ষ নেতা তারেক রহমানকে বরণ করে নিতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। জানা গেছে, ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরে বিমানবন্দর থেকে সরাসরি সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। সেখানে তারেক রহমান বক্তব্য রাখবেন। মূলত এই মঞ্চে থেকেই প্রায় ১৮ বছর পর সশরীরে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন তারেক রহমান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151420