তারেক রহমানের জন্য বিমানবন্দরে বুলেটপ্রুফ বাস
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে একটি বুলেটপ্রুফ বাস প্রস্তুত রয়েছে। এছাড়া বিমানবন্দরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের সিআইপি গেটে দেখা যায়, বিশেষভাবে প্রস্তুত এই বাসটি লাল ও সবুজ রঙে সজ্জিত। বাসটির গায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় আকারের প্রতিকৃতি রয়েছে।
পাশাপাশি গণতন্ত্র ও রাজনৈতিক সংগ্রাম সম্পর্কিত স্লোগানও বাসটিতে প্রদর্শিত হয়েছে। বাসের গায়ে লেখা আছে তারেক রহমানের দেওয়া স্লোগান-সবার আগে বাংলাদেশ। বাসটির জানালাগুলো শক্তভাবে সুরক্ষিত করা হয়েছে এবং সিআইপি এলাকায় প্রবেশের সময় চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘিরে থাকতে দেখা যায়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তারেক রহমান এই বুলেটপ্রুফ বাসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন, যেখানে তিনি তার অসুস্থ মায়ের খোঁজখবর নেবেন। হাসপাতালে যাওয়ার পথে তিনি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট সড়ক নামেও পরিচিত, সেখানে আয়োজিত একটি জনসমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151419