শক্তিশালী ককটেল বিস্ফোরণ : জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
মগবাজার মৌচাক ফ্লাইওভার থেকে ছোড়া শক্তিশালী ককটেল বিস্ফোরণে নিহত সিয়াম মজুমদার (২১)–এর ঘটনায় রাজধানীতে চেকপোস্ট বসিয়ে টহল জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার ফ্লাইওভারের বাংলামোটর টানেলের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তদের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সিয়াম। তিনি নিউ ইস্কাটনের একটি কার ডেকোরেশন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ককটেলটি অত্যন্ত শক্তিশালী ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসের অংশ, যার উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, ককটেলের আঘাতে নিহতের মাথার পেছনের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ককটেলে একাধিক স্প্লিন্টার ছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। রাতেই সিয়ামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সিয়াম অবিবাহিত ছিলেন। তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151402