ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিলোমিটারে তীব্র যানজট
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে কাঁচপুর থেকে মোগরাপাড়া পর্যন্ত উভয় লেনে শত শত যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সকালে লাঙ্গলবন্দ ব্রিজে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়লে যান চলাচল ধীর হয়ে যায়। পরে ট্রাকটি সরিয়ে নেওয়া হলেও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যানজট দীর্ঘায়িত হয়।
মদনপুর থেকে সায়দাবাদগামী যাত্রী আব্দুল্লাহ আল আমীন বলেন, এক ঘণ্টার বেশি সময় ধরে একই জায়গায় আটকে আছি। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বিকল ট্রাকে প্রায় ২৭ টন মাল থাকায় সেটি সরাতে সময় লেগেছে। বর্তমানে যানজটের মূল কারণ অতিরিক্ত যানবাহনের চাপ, তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151398