১৭ বছর পর দেশের পথে লন্ডন ছাড়লেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ঐতিহাসিক প্রত্যাবর্তন হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট)। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিমানবন্দর থেকে সরাসরি সেখানেই যাবেন তিনি।
বুধবার রাত থেকেই কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। স্লোগান, মিছিল ও প্ল্যাকার্ডে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। দলীয় ও দেশাত্মবোধক গানে মুখর পরিবেশে একটাই স্লোগান শোনা যাচ্ছে— ‘লিডার আসছে’।
নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে রাখা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী জানান, সংবর্ধনায় প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে তারা আশাবাদী। তিনি বলেন, ২৫ ডিসেম্বর পূর্বাচল এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে।
বিএনপি সূত্র জানিয়েছে, এই গণসংবর্ধনায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেবেন। পুরো আয়োজন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাখতে দলীয় কর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151397