১১ কোটি টাকা অনুদান দিলেন টেইলর সুইফট

১১ কোটি টাকা অনুদান দিলেন টেইলর সুইফট

বিনোদন ডেস্কঃ গানের পাশাপাশি মানবিক উদ্যোগের জন্যও বিশ্বজুড়ে প্রশংসিত পপ তারকা টেইলর সুইফট। হাসপাতাল, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভক্তদের ব্যক্তিগত বিপদ পপ্রয় সব ক্ষেত্রেই তাঁকে পাশে দাঁড়াতে দেখা গেছে।

এবার আবারও সেই মানবিকতার নজির রাখলেন সুইফট। যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুধার বিরুদ্ধে কাজ করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকা-কে ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ফিডিং আমেরিকার এক ইনস্টাগ্রাম পোস্টে এই তথ্য জানানো হয়েছে। ছুটির মৌসুমকে সামনে রেখে এই বড় অঙ্কের অনুদানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংস্থাটির পক্ষ থেকে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তাও প্রকাশ করা হয়েছে।

ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো লেখেন, “টেইলর সুইফটের এই উদার অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তাঁর অব্যাহত সমর্থন আমাদের মনে করিয়ে দেয় ক্ষুধা দূর করতে একসঙ্গে কাজ করলে কতটা পরিবর্তন আনা সম্ভব। এই ছুটির মৌসুমে এবং তার পরেও যেন প্রতিটি পরিবারের টেবিলে খাবার থাকে, সেটাই আমাদের লক্ষ্য।”

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151392