বগুড়ায় দুই প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি  নিরাপত্তা কর্মীর শর্টগান লুট 

বগুড়ায় দুই প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি  নিরাপত্তা কর্মীর শর্টগান লুট 

স্টাফ রিপোর্টার : বগুড়ায় দু’টি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দল কর্মচারীদের হাত-পা বেঁধে জিম্মি করে নিরাপত্তা কর্মীর কাছ থেকে শর্টগান, গুলি, টাকা ও আটটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। পুলিশ পিছু ধাওয়া করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েও ডাকাতদলের কাউকে ধরতে পারেনি। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে ডাকাতদল ব্যবহৃত ছয় চাকার মিনিট্রাক (ঢাকা মেট্রো-ন-১২-৩৪৬০) ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ডাকাতদের ফেলে যাওয়া ট্রাকটিসহ চার রাউন্ড গুলি, সাতটি ধারালো অস্ত্র ও তালা কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে।

গত মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত বগুড়া শহরের উপকন্ঠে বারপুর ফ্লাইওভারের পাশে এমআর ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশন ও একই মালিকাধীন ব্রিটিশ আমেরিকা টোব্যাকো কোম্পানির ডিসট্রিবিউশন কেন্দ্রে এই ডাকাতির ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠান দু’টির স্বত্বাধিকারী মাহমুদুর রহমান শিপন ও ভুক্তভোগী কর্মচারীরা জানান, গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ১০-১২ জনের মুখোশ পড়া ডাকাতদল হলুদ রঙের একটি মিনিট্রাক নিয়ে সিএনজি ফিলিং স্টেশনে প্রবেশ করে। এসময় কর্মচারীরা এগিয়ে এলে ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ক্যাশ কাউন্টার থেকে ৪৩ হাজার ৩৮২ টাকা ও আটটি মোবাইল ফোন লুট করে নেয়। ডাকাত দল ওই প্রতিষ্ঠানের পিছনে একই মালিকাধীন ব্রিটিশ টোব্যাকো কোম্পানির ডিসট্রিবিউশন কেন্দ্রেও প্রবেশ করে। তারা প্রথমেই নিরাপত্তা কর্মী রেজাউল করিমের ওপর চড়াও হয়ে তার হাত-পা বেঁধে ফেলে এবং নিরাপত্তাকর্মীর কাছে থাকা ১০ রাউন্ড গুলিসহ একটি শর্টগান ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে মালামাল তছনছ করে ওই ট্রাকযোগে শহরতলির বনানীর দিকে পালিয়ে যায়। 

এদিকে বগুড়া সদর থানা পুলিশ জানায়, ভোর রাত ৪টার দিকে টহল পুলিশ মহাসড়কে ট্রাকটিকে সন্দেহ করে থামানোর সংকেত দিলে দ্রুত গতিতে সেটি চলে যাওয়ার সময় বেতার বার্তায় সংবাদ পেয়ে পুলিশ বনানী, শাকপালাসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায়। এরমধ্যে সদর থানা পুলিশের একটি দল ট্রাকটির পিছু ধাওয়া করলে ডাকাতদলকে বহনকরা ট্রাকটি নাটোর রোডে যাওয়ার চেষ্টা করলে শাকপালা মোড়ে পুলিশের চেকপোস্ট দেখে ঘুরিয়ে নিয়ে আবারো বারপুরের দিকে যেতে থাকে। ইতিমধ্যে পুলিশের একাধিক টিম ডাকাতদলকে বহনকারী পিকআপটির পিছু ধাওয়া করলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় পুলিশ ডাকাতদলকে লক্ষ্য করে চার রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাতদল সদরের গোকুল এলাকায় একটি ফিডার রোডে ট্রাকটি রেখে অন্ধকারে গ্রামের রাস্তা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি জব্দ করে এবং ট্রাকে থাকা চার রাউন্ড গুলি, সাতটি ধারালো অস্ত্র ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করে। 

ইন্সপেক্টর মাহফুজ আলম বলেন, ডাকাতদলের ফেলে যাওয়া ট্রাকটির সূত্র ধরে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে গত রাত ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাত দলের কাউকে গ্রেফতার করা যায়নি।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/151380